প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গ্লোবাল ইকোনোমিস্ট ফোরাম এওয়ার্ড ফেলো ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স

কে.এম. হাছান : গ্লোবাল ইকোনোমিস্ট ফোরাম ২০২৪ গ্লোবাল ইকোনোমিস্ট ফোরাম ২০২৪ সেশনের ‘জি ই এফ পারফরম্যান্স এওয়ার্ড’ ৩১ মার্চ রোববার সিরডাফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বীমা খাতে সাফল্যের সাথে পথচলার জন্য ‘বেস্ট লাইফ ইনসিওরার’ হিসাবে পুরস্কার পান ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ড. ইফতেখার আহমেদ চৌধুরী, সাবেক বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র এবং পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। এসময় আরো উপস্থিত ছিলেন ব্রুনাই এর সম্মানীত রাষ্ট্রদূত H.E. হাজী হারিস বিন ওসমান, মেজর জেনারেল ড. দিলোয়ার সিং, সাবেক ডিজি, ইন্ডিয়ান আর্মি , ড. এনায়েত করিম, প্রেসিডেন্ট – গ্লোবাল ইকোনোমিস্ট ফোরাম উপস্থিত ছিলেন। ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানীর সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দীন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন