প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় অবৈধ বোমা মেশিন দিয়ে বালু পাথর উত্তোলনের সরঞ্জামকে ভেঙ্গে গুড়িয়ে দিলেন,উপজেলা সহকারী ভূমি

মোঃ আল আমিন ইসলাম, বার্তা সম্পাদক: নীলফামারীর জলঢাকায় অবৈধ বোমা মেশিনের সরঞ্জাম ভেঙ্গে গুড়িয়ে দিলেন উপজেলা সহকারী ভূমি, গত ২৪ শে মার্চ থেকে চলে আসা অবৈধ বোমা মেশিন দিয়ে বালু পাথর উত্তোলন করে আসতেছেন, খারিজা গোলনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রী সজল চন্দ্র, তেনার দাপটে এলাকাবাসী। তিনি প্রতিনিয়ত অবৈধ বোমা মেশিন দিয়ে বড়ি তিস্তা নদীতে মেশিন লাগিয়ে বালু পাথর উত্তোলন করে বিক্রি করে দেন বিভিন্ন জায়গায় তার নজির পাওয়া গেছে। এবং সজলসহ তার সঙ্গ ভঙ্গ অবৈধ বোমা মেশিন দিয়ে বালু পাথর উত্তোলন করা কালে, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে। হাতেনাতে যে ধরেন যে মেশিন চলা অবস্থায় নদীতে লাগিয়ে বালু পাথর উত্তোলন করেন শ্রী সজল চন্দ্র। আজকে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে তিনি ততক্ষণিক ব্যবস্থা নেন এবং অবৈধ বোমা মেশিনের সরঞ্জাম কে ভেঙেচুরে গুরিয়ে দেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার, ও সহকারী ভূমি জলঢাকা এবি এম, সারোয়ার রাব্বী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন