প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে জয়পুরহাট সমিতি, ঢাকার হুইল চেয়ার বিতরন

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাটঃ জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে জয়পুরহাট সমিতি, ঢাকার উদ্যোগে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। আজ দুপুরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ঢাকাস্থ জয়পুরহাট সমিতির আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ২০জন অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোস্তফা কামাল চপল, সহসভাপতি মাহবুব হাফিজ, সাধারণ সম্পাদক ইফথেখারুল আরেফিন রুপম, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেনসহ অন্যানরা।সমিতির সদস্যরা জানান, প্রতিবছরই তাদের উদ্যোগে জেলার অসহায় মানুষের জন্য বিনামুল্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন