প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটার হরিণটানায় চোরাই ইজিবাইকসহ ১জন আটক

বটিয়াঘাটার হরিণটানায় চোরাই ইজিবাইকসহ ১জন আটক
খুলনা বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চোরাই ইজিবাইক সহ মোঃ রনি আমিন হাওলাদার ওরফে বায়জিদ(২২)কে আটক করেছে কেএমপির হরিণটানা থানা পুলিশ। আটককৃত রনি বাগেরহাটের শরণখোলা থানার মধ্য নলবুনিয়া এলাকার মোঃ শাহ আলম হাওলাদারের ছেলে। হরিণটানা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত ৩০ সেপ্টেম্বর বিকালে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি ইজিবাইক চুরির ঘটনার খবর পেয়ে হরিণটানা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনা স্থলে পৌছায় এবং তল্লাশি অভিযান পরিচালনা করেন।অভিযানের এক পর্যায় ইসলাম পুর রোডের খাজা হলের সামনে পাকা রাস্তার উপর থেকে আনুমানিক ৫ টার সময় চোরাই ইজি বাইকসহ মোঃ রনি আমিন হাওলাদারকে স্থানীয়দের সহযোগীতায় আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে হরিণটানা থানায় ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা রজু করা হয়েছে। যার মামলা নং ১১।আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।উল্লেখ্য,তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরোও ৪টি মামলা রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন