প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

স্টাডি পয়েন্ট এর সৌজন্যে ইফতার মাহফিল

মোঃ এহছান এলাহী স্টাফ রিপোর্টারঃ নীলফামারী স্টাডি পয়েন্ট এর সৌজন্যে মাসুদ রেজার সহায়তায় লালমনিরহাট জেলাধীন হাতিবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্ট এর তিস্তা ব্যারেজের হেলিপোর্ট মাঠে ইফতারে ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন স্টাডি পয়েন্টের ছাত্র মোঃ এহছান এলাহী, মোঃ মাজেদুল ইসলাম, রমেজুল ইসলাম, সাগর সরকার সেই সাথে রাকিব হাসান , মারুফ ইসলাম, আব্দুর রশিদ, আদর সহ ডালিয়া পয়েন্ট তিস্তা ব্যারেজের হেলিপোর্ট মাঠে ইফতার মাহফিলে উপস্থিত ছিলো। স্টাডি পয়েন্ট এর শিক্ষক মাসুদ রেজা বলেন আমরা প্রতি বছরে রমজান মাসে বিভিন্ন দর্শনীয় স্থানে স্টাডি পয়েন্ট এর সকল ছাত্রদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন