প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীতে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা ছেলের

মোঃ আল আমিন ইসলাম বার্তা সম্পাদক: নীলফামারীতে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা দিয়েছে ছেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পৃথক স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। আজ শুক্রবার নীলফামারী সদরের চাপড়া যাদুরহাট বাটুলটারি গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা যান ওই গ্রামের মজিবুর রহমান (৬২)। সংসারে তাঁর দুই স্ত্রী রয়েছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ এবং ওই স্ত্রীর ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি। অন্যদিকে প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিক ভাবে তিন শতাংশ জমি প্রদান করেন বাবা মজিবুর রহমান। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই বাবার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিন ছেলেকে মৌখিকভাবে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় লাশ আটকে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন ছেলে নওশাদ আলী। স্বজনেরা অনেক চেষ্টা করে সে কাজ থেকে তাঁকে নিবৃত্ত করতে না পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশের হস্তক্ষেপে মজিবুর রহমানের লাশ অন্যত্র দাফন সম্পন্ন করা হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন