প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

শুভ জন্মদিন প্রভাষক মোহাম্মদ শাহাদুত জ্জামান ইমন

নিজস্ব প্রতিবেদন: শুভ জন্মদিনপ্রভাষক,মোহাম্মদ শাহাদুত জ্জামান (ইমন) মহিমাগঞ্জ মহাবিদ্যালয় ডিগ্রী ও সমাজকর্মী ৮ নং জুমারবাড়ি ইউনিয়ন,সাঘাটা,গাইবান্ধা।
আজ আপনার বিশেষ একটি দিন। এই দিনে বাবা মায়ের কোলজুড়ে আপনি পৃথিবীতে এসেছিলে। আপনাকে পেয়ে আপনার বাবা-মা আনন্দে মেতে উঠেছিল। শুভ জন্মদিন প্রভাষক,মোহাম্মদ শাহাদুত জ্জামান (ইমন) মহিমাগঞ্জ মহাবিদ্যালয় ডিগ্রী ও সমাজকর্মী ৮ নং জুমারবাড়ি ইউনিয়ন,সাঘাটা,গাইবান্ধা।। আজ দেখতে দেখতে ৩৯ বছর পেরিয়ে ৪০ বছরে পা রাখলেন আপনি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে সুস্থ রাখেন দীর্ঘজীবী করেন।জীবনে সঠিক পর্যায়ে আপনাকে পৌঁছায়ে দেন। বাবা মায়ের মুখ উজ্জ্বল করাসহ সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন।আপনার সব পদক্ষেপে আমরা আছি আপনার পাশে। অনাবিল আনন্দে ভরিয়ে তুলেন আপনার জীবন। সামনের ভবিষ্যৎ দিনগুলি আপনার জীবনে আনন্দময় আনুক এই কামনাই করি সব সময়। আমার ও দৈনিক কলম যোদ্ধা পত্রিকার পক্ষ থেকে জন্মদিনের আবারো শুভেচ্ছা সেই সাথে দোয়া করি জীবনের সফলতা অর্জন করে একজন মহৎ ও সৎ ব্যক্তির অধিকারী হউন।সেই সাথে জন্ম দিনের শূভেচ্ছা রইলো আবারো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক ও ন্যাশনাল রিপোটার ফোরাম ইউনিটের গাইবান্ধা জেলার সাধারন সম্পাদক এবং সম্পাদক দৈনিক কলম যোদ্ধা পত্রিকা মো: আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম .এম.এ এর পক্ষ থেকে শুভ জন্ম দিনের শুভেচ্ছা প্রভাষক,মোহাম্মদ শাহাদুত জ্জামান (ইমন) মহিমাগঞ্জ মহাবিদ্যালয় ডিগ্রী ও সমাজকর্মী ৮ নং জুমারবাড়ি ইউনিয়ন,সাঘাটা,গাইবান্ধা।শুভ হউক আগামী দিন আপনার।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন