প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৪

 চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) বিশেষ অভিযান পরিচালনা করে একটি অটো ইজিবাইক, ৬৭ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ ০৪ জনকে আটক করেছে। জানা গেছে, লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা ইং ২৯/০৩/২০২৪ তারিখ, রাত ০০.৩০ ঘটিকায় বিশেষ অভিযানে লালমনিরহাট সদর থানাধীন কুলাঘাট ইউপিস্থ কুলাঘাট মৌজাস্থ চরকুলাঘাট আল মদিনা জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে লালমনিরহাট টু ফুলবাড়ী গামী পাকা রাস্তার উপরে হতে একটি অটেইজিবাইক হতে চালকসহ মোট ০৪ জন যথাক্রমে মোঃ সালাম মিয়া (৪৫), মোঃ রফিকুল ইসলাম (২৮), মোঃ মাইদুল ইসলাম (৩২), ও মোঃ শাহিনুর রহমান (৩৫), গনকে ৬৭ (সাতষট্টি) বোতল মাদকদ্রব্য Eskuf সিরাপ বহন করার সময় আটক করা হয়েছে। এ বিষয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অভিযানটি পরিচালনা করেন ডিবি’র এসআই নিজাম উদ দৌলা ও সঙ্গীয় ফোর্সগণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন