প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

 তানিয়া আক্তার নাটোর প্রতিনিধি: আদিবাসীদের ভূমি কমিশন গঠনসহ আদিবাসীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রুবার বেলা ১১ টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে বঙ্গজ্বল আনন্দময়ী কালী মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আহবায়ক নরেশ চন্দ্র উরাও এর সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল রবিদাস, সাধারন সম্পাদক গণেশ মাড়ি, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, শিবলী সাদিক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন নাহার কাজল,ওয়াকার্স পার্টি নেতা মিজানুর রহমান মিজান, আদিবাসী সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তি সত্য নারায়ন তেলি, প্রদীপ লাকড়া প্রমুখ। উল্লেখ্য

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন