প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আসন্ন ২৮ এপ্রিল নীলফামারীর জলঢাকায় পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মোঃ আল আমিন ইসলাম বার্তা সম্পাদক: আসন্ন (২৮) এপ্রিল নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ মার্চ। বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদে গিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে ২ জন নারীও রয়েছে। মনোনয়নপত্র জমা দান কারীরা হলেন, প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলু’র ছেলে নাসিব সাদিক হোসেন (নোভা) ও তার মা নাজনীন চৌধুরী এবং সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও তার সহধর্মিণী ইফফাত আরা জান্নাত। এছাড়াও শিক্ষানুরাগী প্রভাষক সাদের হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম আজম প্রমুখ। পৌরসভাটির ৯টি ওয়ার্ডে ১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এবারে মোট ভোটার সংখ্যা ৩৭,১৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮,৭৭৪ জন ও মহিলা ভোটার সংখ্যা রয়েছে ১৮,৪১৭ জন। নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পৌরসভার মেয়র এর মৃত্যুতে এটি শুশ্য ঘোষণা করা হয়। আগামী ২৮ এপ্রিল উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে ছিল মনোনয়নপত্র জমা দানের শেষদিন। আশা করছি এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি ২০২৪ রাতে মেয়র ইলিয়াস হোসেন বাবলু হৃদ রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন