প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট থানা পুলিশের অভিযানে  ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিল্পী আক্তার রংপুর নারী ও শিশু বিষয়ক সম্পাদকঃ জানাগেছে ২৮/০৩/২০২৪ তারিখে

পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে ০৩ কেজি ৬০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ দুই জন কে গ্রেফতার করেন। আসামী মোঃ ফজর আলী (২৪), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, মাতা- মোছাঃ আনিছা বেগম, সাং-দক্ষিন শিবেরকুটি, ০৩নং ওয়ার্ড, থানা ও জেলা-লালমনিরহাট ২। মোঃ ইসমাইল হোসেন (২৫), পিতা-মৃতঃ রেজাউর করিম, মাতা-মিনা বেগম, সাং- ছাট কুলাঘাট, ০৪নং ওয়ার্ড ইউপি-কুলাঘাট থানা ও জেলা-লালমনিরহাটদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।
অপর অভিযানে এসআই মোঃ তুহিন মিয়া লালমনিরহাট পৌরসভাধীন জুম্মাপাড়া এলাকা হতে ৪০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আর এক জন কে হাতে নাতে গ্রেফতার করেন। আসামী মোঃ রাশেদুল ইসলাম রাকিব (২৬), পিতা-মোঃ আব্দুল হামিদ, মাতা-মোছাঃ রাশেদা বেগম , গ্রাম- জুম্মাপাড়া (লালমনিরহাট পৌরসভা) , থানা- লালমনিরহাট। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন