প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চাঁদপুরে জাটকা ধরায় ১৩ জেলের কারাদন্ড

মোঃ জাবেদ হোসেন:  কারাদ-প্রাপ্ত জেলেরা হলেন মো. হান্নান ব্যাপারী (২৪), মোতালেব (৩৫), আরিফ হোসেন বেপারী (২৪), মো. রসুল খাঁ (২০), শাহীন খান (২৩), নুর আলম (২০), মেহেদী (১৮), আব্দুল কাদির (১৮), সানাউল্লাহ দর্জি (৪৫), আ. কাদির (১৮), শাহ আলম ব্যাপারী (৩২), নাজমুল হোসেন (১৮) ও বিল্লাল হোসেন (২০)। অপ্রাপ্ত বয়স্ক ৯ জেলেকে ছেড়ে দেওয়া হয়। ওসি কামরুজ্জামান বলেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামসহ নৌ পুলিশ সদস্যরা অংশ নেন। জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে বলে জানান ওসি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন