প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

র‌্যাব -৫ এর অভিযানে কষ্টি পাথরে বিষ্ণু মূর্তি উদ্ধার

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হরিপুরে সাড়ে ১২কেজি ওজনের কষ্টি পাথরে বিষ্ণু মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (২৭শে মার্চ) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর (পাজরাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হরিপুর (পাজরাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি ৮৭৫ গ্রাম ওজনের মহামূল্যবান কষ্টি পাথরের তৈরী বিষ্ণু মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মূর্তিটি সাধারণ ডায়েরীর মাধ্যমে চাঁপাই নবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন