প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিএনপির সাবেক ছাত্রনেতা শফিকের পিতার দাফন সম্পন্ন

মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর পিতা আলহাজ্ব দেলোয়ার হোসেন দুলা প্রামানিকের দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বাদ যোহর শহরের ফুলবাড়ী উত্তর ও মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের ছোট ছেলে শফিকুল ইসলাম শফিক এ জানাযা নামাজের ইমামতি করেন। এর আগে গত সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৮) বছর। তিনি স্ত্রী চার ছেলে দুই মেয়েসহ নাতি-নাতনি আত্বীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত জানাযা নামজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক আব্দুল খালেক বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর টিপু সুলতান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল তৌহিদুল ইসলাম বিটু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিল রুহুল কুদ্দুস ডিলু, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল রাজু হোসেন পাইকাড়, যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, দৈনিক মহাস্থান পত্রিকার প্রকাশক ও সম্পাদক তানভীর আলম রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন প্রমুখ। জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিবর্গসহ শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করে। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ্ব দেলোয়ার হোসেন দুলাকে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন