এস এম আলমগীর চাঁদ,পাবনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি ( কেন্দ্রীয় যুব কমান্ড ) এর পাবনা জেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । ২৭ মার্চ বুধবার ঢাকাস্হ কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব ওয়াশেক হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয় । মোঃ আব্দুল হালিম কে সভাপতি এবং আব্দুল সোরাফ বিডিআর কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয় । মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাদল ও সিলেট বিভাগের সভাপতি এবং অনলাইন কেন্দ্রীয় কমিটির প্রধান আহ্বায়ক তারা কমিটির ঢাকাস্হ অফিসে আনুষ্ঠানিক ভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্যদের সম্মুখে পুর্নাঙ্গ কমিটি উপস্থাপন ও হস্তান্তর করেন । এ সময় মাসুদ রানা বাদল তার বক্তব্যে উল্লেখ করেন, জাতির জনক বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতি কে আরো উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলেছিলেন । আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সর্বদাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে দেশ ও জনগণের জন্য কাজ করে চলেছেন এবং দেশকে ধীরে ধীরে উন্নত ও সমৃদ্ধ করে চলেছেন । এরই ধারাবাহিকতায পারভীন আক্তার বলেন, এই সংগঠনের মুল কাজ অসচ্ছল, অবহেলিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কল্যান ও পুনর্বাসনে কাজ করা । দেশ ও জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেওয়া।তিনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মুক্তি যুদ্ধের চেতনায় কাজ করার আহবান জানান। পরবর্তীতে পাবনা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয় ।