মোঃ নাহিদ হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলার উন্নতম পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত “উধুনিয়া ভাসমান রেস্টুরেন্ট জলডাঙ্গা”তে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ এর উদ্যোগে উপজেলার শতাধিক শিক্ষকদের নিয়ে মনোরম পরিবেশে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাত্র ২৪ ঘন্টার সিদ্ধান্তে শিক্ষকদের দাওয়াত দেওয়ার পরও একজন সাবেক নেতার ডাকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গুনি শিক্ষকগণ উপস্থিত হয়ে প্রমান করেন তিনিই উল্লাপাড়া প্রাথমিক শিক্ষা পরিবারকে ভালোবাসা ও ভালো সেবা দিয়ে এসেছেন। উক্ত অনুষ্ঠানে এই রোজায় আরও বড় পরিসরে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলের আয়োজন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।