প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় ভারতীয় অবৈধ চিনি মজুদ রাখায় জরিমানা ২০ হাজার

 আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় অবৈধভাবে আনা ৯৯৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার সময় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর উপজেলার সুলতানপুর বড়বাজারের ব্যবসায়ী হাজরা সাধুর গোডাউন থেকে ১৯৯ বস্তায় সংরক্ষিত এই চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষ ৩৩ হাজার ৩০০ টাকা। ভারত থেকে অবৈধভাবে নিয়ে এসে দেশীয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাসদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম, ভুইয়া ও ভোক্তা অধিকার ও জেলা সহকারি রাজস্ব কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে বাজার কমিটির লোকজনের উপস্থিতিতি ২০হাজার টাকা জরিমানা ও ১৯৯বস্তা চিনি জব্দ করে। উল্লেখ্য ভোজ্য তেল মজুদ করার অপরাধে ইতোপূর্বেও হাজরা সাধুকে শাস্তিও জরিমানা প্রদান করা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন