প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

হরিপুরে দুই মাদক কারবারি আটক

 হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ আজানুল হক ৩২ ও হালিম উদ্দীন ২০ নামে দুই মাদক কারবারি কে আটক করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছেন হরিপুর থানা পুলিশ। এরা হলো হরিপুর উপজেলার পশ্চিম তোররা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজানুল হক নয়ন ও তোররা কৃষ্ণপুর গ্রামের এরশাদের ছেলে হালিম উদ্দীন। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হরিপুর থানার এস আই মিজান সহ সংঙ্গীয় পুলিশ নিয়ে মঙ্গলবার রাতে খোলড়া গ্রামের মহারাজ ধাম দূর্গা মন্দিরের গেটের পশ্চিম উত্তরে পাকা রাস্তার থেকে মাদক সহ আটক করে থানায় নিয়ে আসে। থানায় মাদক আইনে মামলা দায়ের করে গতকাল বুধবার আসামী ঠাকুরগাঁও জেল হজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন