প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

শাল্লা ফায়ার সার্ভিস স্টেশন অর্ধযুগ

শংকর ঋষি শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি: বুধবার দুপুরে ২টি অগ্নিনির্বাপক গাড়ি স্টেশনে প্রবেশ করতে দেখা যায়। সেই সাথে যেসব কর্মীরা অন্য স্টেশনে কর্মরত ছিলেন সেসব কর্মীরাও স্টেশনে আসেন। তারা এখন থেকে স্থায়ীভাবে এই স্টেশনে কাজ করবেন বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিস স্টেশনের নতুন দু’টি গাড়ি নিয়ে সাধারণ মানুষের রয়েছে ভিন্ন মত। এব্যাপারে শাল্লা সদর (ঘুঙ্গিয়ারগাঁও) বাজারের সেক্রেটারি সুবীর সরকার পান্না জানান, প্রধানমন্ত্রী দেশের সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করেছেন আগুন থেকে জনগনের জান মালের নিরাত্তার জন্য। উদ্বোধনের প্রায় ছয় বছর পর গাড়ী ও যন্ত্রপাতি আসায় আমরা খুব খুশী। তবে বর্ষা মৌসুমে রাস্তার অভাবে এই গাড়িগুলো কাজে আসবে না। যখন রাস্তা হবে তখন জনগণ ফায়ার সার্ভিসের সুফল পাবে। এবিষয়ে সুখলাইন গ্রামের বাসিন্দা মৃদুল কান্তি দাশ বলেন, গাড়ি দু’টি এসেছে আনন্দিত হয়েছি। কিন্তু এই গাড়ি চলাচলের জন্য রাস্তা তো নাই। শাল্লা সদরে কিছুটা কাজে লাগলেও গ্রামাঞ্চলে কোনো কাজে লাগবে না। তাছাড়া বর্ষাকালে তো কোনো কাজেই লাগবে না এই গাড়িগুলো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন