প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

তানোর কাঁমারগা কৃষ্ণপুর পরিকল্পিত মারপিট থানায় অভিযোগ

Open photo
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলার কাঁমারগা ইউপি কৃষ্ণপুর গ্রামে পরিকল্পিতভাবে মারপিট থানায় লিখিত অভিযোগ। জানাগেছে, কাঁমারগা ইউপির কৃষ্ণপুর গ্রামের আতাউর রহমান মাস্টার ও তার পুত্র ইমন মৃধাকে পরিকল্পিতভাবে মারপিট করেছেন রাজুসহ তার সন্ত্রাসী বাহিনীরা। এনিয়ে গতকাল ২৫ শে মার্চ দুপুরে ৫ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আতাউর মাষ্টার। অভিযোগ সূত্রে জানা যায়, কাঁমারগা ইউপির কৃষ্ণপুর গ্রামের আমিনুল ইসলামের পুত্র রাজুর কাছে আতাউর মাস্টারের জমি বর্গাদেন, জমি বর্গার ফসল বাবদ তার কাছে ৫ হাজার টাকা পান আতাউর মাষ্টার। গতকাল সোমবার সকালে রাজু আতাউর মাষ্টারের বাড়ির পাস দিয়ে পাওয়ারটিলার নিয়ে যান। এসময় আতাউর মাষ্টার রাজুর কাছে টাকা চাইতে গেলে উভয়ের মধ্য কথাকাটি হয় একপর্যায়ে আসামী রাজু ও তার সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে এলোপাথাড়ি ভাবে মারপিট করে আতাউর মাষ্টার ও তার পুত্র ইমন মৃধাকে গুরুতর জখম করেন।দ্বিতীয় দফায় রাজু থানায় যাওয়ার আগে তার পরিবারের লোকজন রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে আতাউর মাষ্টারের উপর আবারো সন্ত্রাসী হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেন । এনিয়ে আতাউর মাষ্টার তানোর থানা পুলিশকে খবর দিলে প্রাণে রক্ষা পান। এবিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আতাউর মাষ্টার জানান,আমি একজন স্কুল শিক্ষক,আমার ভাবতে অবাক লাগে আমি পাওনা টাকা চাইতে গেলে বারবার প্রাণনাসের হুমকি দেন এবং আমি স্কুলে গেলে যেখানেই পাবে সেখানেই জানে মেরে ফেলবে বলে দম্ভক্তি প্রকাশ করেন এবং রাস্তাঘাটে তার সন্ত্রাসী বাহিনীরা আমার উপর টার্গেট রাখেন এনিয়ে আমি মানবেতর জীবনযাপন পালন করছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই লিখিত অভিযোগ করেছি এবং আমার কোন কিছু হলে রাজুসহ তার পরিবার দায়ী থাকবে এই নেককারজনক বিষয়ে আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে তানোর অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। #সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ২৬ মার্চ ২০২৪ ফোন: ০১৭৬১৮৯৯১১৯

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন