প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ পারভেজ হাসান

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: আসছে আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনক। বন্দর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ পারভেজ হাসান। পারভেজ হাসান তার নির্বাচনি এলাকায় প্রচার ও কর্মসূচি করে যাচ্ছেন। বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বন্দর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলা জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি হাফেজ পারভেজ হাসান। হাফেজ পারভেজ হাসান মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। সামাজিকভাবে তার নামডাক রয়েছে অনেক। রাজনৈতিক দিকদিয়ে রয়েছে জনপ্রিয়তা। পরোপকারী, ভদ্র, বিনয়ী ও সাংগঠনিক দক্ষতা হয়েছে। কর্মী সমর্থকরা ও ভোটাররা হাফেজ পারভেজ হাসানকে ভাইস চেয়ারম্যান পদে যোগ্য মনে করছেন। হাফেজ পারভেজ হাসান জানান : বন্দর উপজেলা বাসী আমাকে ভালোবাসেন। যদি বন্দর বাসী চায় তাহলে ইনশাআল্লাহ আমার ভাইস চেয়ারম্যান পদে জয় যুক্ত হতে পারবো।আমি আশা করি বন্দর উপজেলা বাসী আমাকে তাদের খেদমত করার জন্য সুযোগ দিবে। আমি বন্দর উপজেলা বাসীর খেদমত করে বাচতে চাই। আমি বন্দর বাসীর পাশে সবসময় আছি, ছিলাম, ইনশাআল্লাহ সবসময় থাকবো

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন