মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি: নরসিংদী ঃ অদ্য ২৫/৩/২৪ ইং সোমবার নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর গড়বাড়ী জামে মসজিদের পাশে বাবলুর বাড়িতে গড়বাড়ী যুবসমাজের উদ্যোগে শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধার সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনগণের নেতা,আলহাজ্ব আরিফুল ইসলাম মৃর্ধা। তিনি বলেন আজকে নির্বাচন উদ্দেশ্যেই আমার আগমন। রাজনৈতিক অভিজ্ঞতা থেকে প্রয়াত নেতা সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার অনুসারী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে রাজনৈতিক পথ সুন্দর না ,এখন মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। আগে আমরা নির্বাচন করেছি প্রতিযোগিতা হিসেবে ,কার মিছিল বড় হয় কার ভোট বেশি আনন্দ উল্লাসে মধ্যে আমরা নির্বাচন করেছি ,বর্তমানে নির্বাচন আসলে আতঙ্ক ও অসনী সংকেত থাকে। ভোট হল উৎসবমুখর মানুষ ভোট দিবে যাকে খুশি তাকে দিবে,সবাই একজনকে ভোট দিবে তা তো কিন্তু হবে না ,এখানে অনেকটা বাধা ,আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ।১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে,আমরা মনে করি আওয়ামী লীগ সরকার নিরপেক্ষ নির্বাচন করার জন্য দলীয় মার্কা পত্তাহার করেছেন ।নির্বাচন জনগণের অংশগ্রহণ না থাকলে রাজনীতি থাকে না। আমরা আশা করি আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, ভোট আমাদের অধিকার ,আমরা যদি ৫০ জন লোক কেন্দ্রে থাকি তাহলে বাইরের লোক আসিয়া ভোট কেটে সিল মারতে পারবে না । আমরা এবার চ্যালেঞ্জের মধ্যে নির্বাচনে মোকাবেলা করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন,শিবপুর প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, দুলাল পুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান, মোঘল মেম্বার, তাইফুল মেম্বার, সোলেমান মেম্বার, সাবেক আবুল মেম্বার, সাবেক ছালাম মেম্বার, মহসিন, মাসুদ,সুরুজ রোকন প্রধান প্রমুখ।