মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন – জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন,গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল্লাহেল মাফী, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রসেফর মো. খলিলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকসহ সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।