প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

নাটোরের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়তে থাকে

মোঃ সাহাবুল আলম,স্টাফ রিপোর্টার:  নাটোরের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়তে থাকে। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১: টা৩০ থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত জেলার বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর এবং লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা আলাদা সময়ে ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়তে থাকে। এসব এলাকায় শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ২ মিনিট থেকে ১০ মিনিট ছিল বলে জানা গেছে। এ সময় দমকা বাতাসও প্রবাহিত হয়। তবে শিলাবৃষ্টিতে তৎক্ষণাৎ ক্ষতির পরিমাণ জানা যায়নি। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, জেলার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পেলাম। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে নির্দেশনা দেওয়া রয়েছে। তারা আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে ক্ষতির

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন