প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পীরগাছায় বীর নিবাস পরিদর্শন ও মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত চৌধুরী

পীরগাছায় বীর নিবাস পরিদর্শন ও মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত চৌধুরী
রংপুরের পীরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় এবং অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত চৌধুরী। গতকাল রোববার সকালে তিনি উপজেলার দেউতি এলাকায় অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস পরিদর্শন করেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এসময় তার স্বামী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মহা পরিচালক শাহ রেজওয়ান হায়াত, উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা পুর্বদেবু এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। ## ০১-০১০-২০২৩ (ছবি আছে)
Hafizar Rahman

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন