প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন
রংপুরের পীরগাছা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের লক্ষে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে পরিকল্পনা কমিশন এর ভৌত অবকাঠামো বিভাগের গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী-২ এর আওতায় পীরগাছা উপজেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প থেকে কাজটি করা হচ্ছে।
নির্মাণ কাজের উদ্বোধন কালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সানোয়ার মোর্শেদ, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা প্রমুখ উপস্থিত ছিলেন। ড্রেনেজ ব্যবস্থা কাজ সম্পন্ন হলে পীরগাছা বাজারের আশেপাশে সকল জলাবদ্ধ এবং উপজেলা পরিষদের পানি দ্রুত নিষ্কাশন হবে। এতে করে নানাবিদ সমস্যা সমাধান হবে এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন। ## ০১-০১০-২০২৩ (ছবি আছে)

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন