প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ছেলের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন

এস এম আলমগীর চাঁদ ,পাবনা প্রতিনিধি: পাবনা সাঁথিয়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সন্তানের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার সুন্দরকান্দি গ্রামে আবু তাহেরর বাসভবন চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত এক বক্তব্যে আবু তাহের বলেন, গত শুক্রবার (২২ মার্চ) বিকেলে আমার প্রথম পক্ষের ছেলে পাবনা মাহবুবুল আলম ফারুক পাবনা থেকে পাজেরো জীপ গাড়ীতে ৫/৭ জন ভাড়াটিয়া সন্ত্রাসীর সাথে দেশিয় অস্ত্র নিয়ে বাড়ীতে এসে হামলা চালায় এবং আমার দ্বিতীয় পক্ষের ছেলে ফয়সালকে মেরে ফেলার জন্য খুঁজতে থাকে। পাণ ভয়ে ফয়সাল পালিয়ে পাশের বাড়ীতে আশ্রয় নেয়। এসময় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ফারুকসহ তার হেলমেট পরিহিত সহযোগীরা এলাকাবাসীর উপর হামলা করে। এলাকাবাসী তাদের প্রতিহত করতে গেলে গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে এবং সন্ত্রাসীদের আটক করে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে গাড়ীসহ থানায় নিয়ে যায়। থানায় আমার ছেলে ফয়সাল বাদী হয়ে মামলা করতে গেলে তা নেয়নি। বরং উল্টো ফারুক বাদী হয়ে ফয়সালসহ ১৫/১৬ জনের নামে মিথ্যা মামলা করে। আমি উক্ত মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন