প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সরেন্দ্রনাথ চক্রবর্তী সুধী সমাবেশে ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপু উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নে সাবেক সচিব সরেন্দ্রনাথ চক্রবর্তী সুধী সমাবেশে ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত!!!
নওগাঁ উপজেলা রমহাদেবপুর উপজেলার ১০ ভীমপুর ইউনিয়নের তেজপাইন গ্রাম এলাকায় বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে অর্জন উন্নয়নমূলক কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ- ৩ মহাদেবপুর-বদলগাছী আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী,নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)” উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মো:শহীদুল ইসলাম, জনাব মো : ময়নূল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক, জনাব মো :মাহবুবুর রহমান(ধলু) আহ্বায়ক,বঙ্গবন্ধু পরিষদ, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ,জনাব মো:হাসান আলী মন্ডল,সাবেক সভাপতি, ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মোশারফ হোসেন (বকুল), সাবেক চেয়ারম্যান ভীমপুর ইউ,পি ও আওয়ামীলীগ নেতা, জনাব সুকমল কর্মকার, সহ-সভাপতি বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব আবুল হোসেন হাসেম,বিশিষ্ট সমাজসেবক বালুভরা ইউনিয়ন,এবং সেই সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সুধীজন ও বিভিন্ন পেশাজীবী মানুুষের সাথে গণসংযোগের মধ্য দিয়ে “শেখ হাসিনার সরকার” বার বার দরকার এ শ্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরে জনগণের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন : জনাব মোঃ আতা মিয়া আওয়ামী লীগ নেতা ভীমপুর ইউনিয়ন সাবেক আওয়ামী লীগের তাগীনেতা মোঃইনছের আলী মোল্লাসহ তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন