প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী মাধবদীতে বিএনপির নেতা ছমির ভূঁইয়ার কবরের জিয়ারত করেছেন ড, আব্দুল মঈন খান

 মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: আজ ২৩ মার্চ শনিবার সকাল ১১টার সময় নরসিংদী জেলা মাধবদী থানায় বিএনপির সাবেক নেতা মৃত ছমির ভূইয়া কবরের শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আব্দুল মঈন খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল অবঃ জয়নুল আবেদীন পিএসসি। নবরসিংদী জেলা শত শত নেতাকর্মীদেরকে সাথে নিয়ে, বিশিষ্ট নেতা সমির ভঁইয়ার কবর জিয়ারত করা হয়েছে। উক্ত দোয়া কামনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা মঞ্জু এলাহী ও নরসংদী জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু ও নরসিংদী জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান এবং নরসিংদী জেলা যুবদল এর সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক মোঃ মোবারক হোসেন নাদিম সরকার সহ নেতাকর্মী উপস্থিতি মাধ্যমে সম্পন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন