প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মসজিদের ইমামের নির্দেশে অসহায় হতদরিদ্র উপর নির্যাতন থানায় অভিযোগ

Open photoঅসহায় হতদরিদ্র একজন সহজ সরলকে মসজিদের ইমামের নির্দেশে অমানবিকভাবে নির্যাতন করে তার অনুসারী কিছু লোকজন চঞ্চল সরদার একজন দিনমজুর খুব অসহায় এবং হতদরিদ্র এটার বিচার আমরা অবশ্যই চাই সমাজবাসী সবাই এটার বিচারের জন্য আশা ব্যক্ত করছে আমাদের এই মসজিদের ইমাম সাহেব তার চাচা একজন জেএমবি ছিল সেও এই ধরনের কর্মকাণ্ড করে কিছু পোলাপানের ব্রেইন ওয়াশ করে মাদ্রাসার ছাত্রদের ব্রেন ওয়াশ করে বিভিন্ন রকমের দরজা বন্ধ করে তার রুমে অন্য ধরনের শিক্ষা দেয় আমরা তাকে আইনের আওতায় আনার জন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছি

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন