প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় মোরশেদ নামে এক ব্যক্তির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ,অতঃপর আগুনে ঘর ভূষ্মিভূত

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর পোরশায় মোরশেদ নামে এক ব্যক্তির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মার্চ) গভির রাতে কে বা কাহারা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। নিতপুর পুরাতন দিয়াড়াপাড়ার মোজাফ্ফরের ছেলে মোরশেদের ওই ঘরে রাখা লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে মোরশেদ জানায় জায়গাটি বিরোধ ছিল কিন্তু পরবর্তীতে মিমাংশা হয়েছে। কিন্তু কি কারণে আগুন লাগানো হয়েছে তা তিনি বলতে পাচ্ছেন না। তবে শুক্রবার তিনি একই গ্রামের ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে জানান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে এসআই শহিদুল বলেন, তিনি ঘটনা স্থলে গিয়েছিলেন। ঘর পোড়ানো হয়েছে সত্য। তবে কে বা কাহারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন