প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

চুনারুঘাটে বিশেষ অভিযানে ০২ কেজি গাজাসহ ০২ জন মাদক ব্যাবসায়ী আটক

মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২৩/০৩/২০২৪খ্রিঃ শনিবার ভোররাত ০৫.৩৫ ঘটিকার সময় অফিসার ইনচার্জ দিক নির্দেশনায় এবং এসআই(নিঃ)/ছদরুল আমীন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নি:) সুবির চন্দ্র দেব,এএসআই (নি:) মনির হোসেন এবং কং/পাপলু পাল,কং/শিবুল বিশ্বাসসহ বিশেষ অভিযান পরিচালনা কালে চুনারুঘাট থানার ৩নং দেওরগাছ ইউ/পির অন্তর্গত চান্দপুর বস্তি সাকিনস্থ এনাম মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে এনাম মিয়া(২৫)এর শয়ন কক্ষের খাটের নিচ থেকে ০২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাজা জব্দ করা হয় এবং এনাম মিয়াসহ আরেকজন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১।এনাম মিয়া(২৫),পিতা- মৃত আ: হামিদ ,২) তারেকুল ইসলাম তারেক (২০),পিতা- জাহাঙ্গীর আলম,উভয় সাং- চান্দপুর বস্তি থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ । আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বার্তা প্রেরক মোঃ জসিম মিয়া মোবাঃ০১৭৪০৯৫৮২৪০ তারিখ:২৩-০৩-২৪

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন