মোঃ আল-আমিন ইসলাম, বার্তা সম্পাদক: আহমদ আলী বালিকা মাদ্রাসার বোরকা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ রোজ শুক্রবার ২২শে মার্চ ২০২৪ ইং (১১ রমযান ১৪৪৫ হিঃ) বিকাল ৪.০০ ঘটিকায় উত্তর পীরজাবাদ (যুগীপারা) উপশহর, ১৩ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন রংপুর আহমেদ আলী বালিকা মাদ্রাসায় হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন জান্নাত জাহান বেলা ও হামদ পরিবেশন করেন আইভি আক্তার তুলনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ মোঃ আজিজার রহমান চৌধুরী (বাচ্ছু) প্রোঃ আজাদ হোমিও হল,রংপুর উদ্বোধনী ভাষন দেন হাফেজ মাওঃ মোঃ হাবিবুর রহমান চেয়ারম্যান আহমেদ আলী বালিকা মাদ্রাসা বিশেষ অতিথির ভাষন দেন আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আজিজুল ইসলাম আরাফি খতিব ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ রংপুর। প্রধান অতিথির ভাষন দেন আলহাজ্ব ডাঃ মোঃ আজিজার রহমান চৌধুরী (বাচ্চু) প্রোঃ আজাদ হোমিহ হল রংপুর প্রধান আলোচকঃ আলহাজ্ব হযরত মাওঃ আজিজুল ইসলাম আকন্দ চেয়ারম্যান আধুনিক পদ্ধতিতে কুরআন শিক্ষা বোর্ড ঢাকা