প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটোরের বড়াই গ্রাম পৌরসভা সহপরিবার হত্যার অভিযোগ

 মোঃ সাহাবুল আলম, স্টাফ রিপোর্টার : নাটোরের বড়াই গ্রাম পৌরসভা ৫নং ওয়ার্ড মন্ডল পাড়া সহপরিবার কে হত্যার অভিযোগ উঠেছে, অনেক আগে থেকে মতিউর রহমান এর পরিবারের সাথে নাজিম মোল্লার পরিবারের সাথে জমিজমা নিয়ে প্রায় দন্ড লেগে থাকতো, এ বিষয়ে গত ১৫ মার্চ বড়াই গ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার ১৭ই মার্চ তাদের উভয় পরিবার কে ওসি শফিউল আযম, এসআই দেবের মাধ্যমে ডেকে পাঠায় তারা থানায় গেলে ওসি উভয় পরিবার কে বলেন, যার যতটুকু জমি দখলে আছে সে ততোটুকু ভোগ করবেন কেউ কারো জমিতে জাবেন না,পরে থানার মধ্যে সুজন , পিতাঃ মৃত আসমত, মতিউর রহমান কে, বলেন তোরা বাড়িতে গেলে তোদের সহপরিবার কে হত্যা করবো,পরে ভুক্তভোগী বাড়িতে আসলে তাদের উপর আক্রমণ চালায় , নাজিম মোল্লা, পিতাঃ মৃত চান্দু মিয়া, রিক্তা বেগম, স্বামী নাজিম মোল্লা, রিপন মোল্লা, পিতাঃ নাজিম মোল্লা তারা দেশী অস্ত্র হাসুয়া পটি লাঠি ফালা সহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের কে মারধর করে বাড়ি লুটপাট করেন নগদ তিন লক্ষ টাকা, গহনা প্রায় দেড় লক্ষ টাকা ভুক্তভোগীর পরিবারের একজন রাজশাহী মেডিকেলে মৃত্যু সাথে লড়াই করছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন