প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোফাখখারুল ইসলাম নিলুর গণসংযোগ

এস এম তাজুল হাসান সাদ,বিশেষ প্রতিনিধি:  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুশলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম (নিলু) কৃষ্ণনগর বাজার এলাকায় গণসংযোগ করেছেন। শুক্রবার (২২ মার্চ) বিকাল ৪ টায় তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে আঞ্চলিক প্রেসক্লাব কৃষ্ণনগরের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সচ্ছ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হতে পারলে সচ্ছ নিরপেক্ষ ভাবে দায়িত্বশীলতার সাথে জনগনের সাথে মিলেমিশে কাজ করবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন, মাও: আইয়ুব হোসেন, আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি মো: আফজাল হোসেন,সহ সভাপতি আব্দুল মাজিদ, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক শাহনেওয়াজ সৈকত, দপ্তর সম্পাদক প্রচার সম্পাদক তাজুল হাসান সাদ প্রমুখ। এ সময় তিনি বলেন আমি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছি এবং জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন