এ কে খান : বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও বুয়েটে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২২ মার্চ পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ১০টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুর’আন শরিফ বিতরণ ও ২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রস্তাবিত বেসরকারি মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস অবঃ। প্রধান অতিথি বলেন বসুন্ধরা শুভসংঘ ভালো, ভালো কাজ করে যাচ্ছে জেনে, আমি খুবই আনন্দিত। এ মহতি কাজের জন্য বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ছিদ্দিকুর রহমান ও পাবনা জেলা রোভার স্কাউট কমিশনার অধ্যাপক আশরাফ আলী প্রমুখ। অন্যদের মধ্যে সমাজ সেবক রইচ উদ্দিন, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর রাজু, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার উপদেষ্টা মাহবুবুল আলম ফারুক, পাবনাস্থ সুজানগর সমিতির সাধারণ সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিল্টন প্রমুখ বক্তব্য দেন। বসুন্ধরা শুভসংঘের পাবনা সদর উপজেলা শাখার সভাপতি ফারহানা আক্তাররের সভাপতিত্বে ও বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্ত’র সঞ্চালনায় অন্যদপর মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, গ্লোবাল টিভি ও দৈনিক মানব কন্ঠ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আঃ খালেক খান, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, শুভসংঘের জেলা শাখার ইভেন্ট সম্পাদক আবু জাফর, শুভসংঘের পাবনা সদর উপজেলা শাখার সহ-সভাপতি হাসান হাফিজুর রহমান, শুভসংঘের পাবনা সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অন্তর হোসেন, পাবনা জেলা শাখার নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস আ্যরোমনি ও জাকারিয়া হাসান প্রমূখ। পবিত্র কুর’আন হাতে পেয়ে পাবনা জেলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রেজওয়ান আহমেদ বলেন এই উপহার পেয়ে অনেক ভালো লাগছে। এমন উদ্যোগে বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। পাবনা থেকে বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় দুইজন শিক্ষার্থীকে বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান,পবিত্র কুর’আন ও বসুন্ধরা শুভসংঘ লেখা টি-শার্ট উপহার দেওয়া হয়। বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থী হলেন আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস এর দৌহিত্র ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাহদী ফাহমিদ নীল বিশ্বাস ও বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাওয়া সাজিদ আশরাফ। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপহার পাওয়া শিক্ষার্থী, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।