প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গলাচিপায় ইয়ুথ পাওয়ার পটুয়াখালী এঁর আয়োজনে ইফতার বিতরণ

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি: খেটে খাওয়া রোজাদার পথে পাবে ইফতার ” এই স্লোগান কে সামনে রেখে ” ইয়ুথ পাওয়ার পটুয়াখালী” স্বেচ্ছাসেবী সংগঠন এর গলাচিপা উপজেলা টিম এর আয়োজনে ১০০ রিক্সা চালক,খেটে খাওয়া শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয় শুক্রবার বিকাল ৪ টায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন ইয়ুথ পাওয়ার পটুয়াখালী স্বেচ্ছাসেবী সংগঠন এর পটুয়াখালী জেলা শাখার সভাপতি কেএম জাহিদ হোসাইন। তিনি গণমাধ্যম কর্মীদের বলেন,খেটে খাওয়া রোজাদার পথেই পাবে ইফতার, রোজাদার ব্যক্তির মুখে হাসি ফুটিয়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আসুন আমরা সবাই খেটে খাওয়া ও শ্রমিকদের পাশে দাঁড়াই। রিক্সা চালক ও শ্রমিকরা যাতে একটু ভালো ভাবে ইফতার করতে পারে তাই আমরা পটুয়াখালী জেলার সকল উপজেলায় এই কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। আমাদের কার্যক্রম গতিশীল করার জন্য বৃত্তবানদের সহযোগিতা কামনা করছি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশিলন এর গলাচিপা উপজেলা প্রকল্প সমন্বয়কারী মারুফা আক্তার,গলাচিপা ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি মোঃ লুৎফর রহমান আওলাদ।
এছাড়াও ইফতার বিতরনে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শাখার সদস্য রুমা ইসলাম, শিহাব ইসলাম হান্নান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন