প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার রাশিদুল হক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক পিপিএম মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে জনাব জয়ব্রত পাল অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল এবং অফিসার ইনচার্জ মহাদেবপুর থানা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং থানা আঙ্গিনায় একটি গাছের চারা রোপণ করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, টিএ বিল, সরকারি গাড়ি ব্যবহার, নিয়ম মেনে পোশাক পরিধান করা আইনানুগ নিয়ম নীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিষ্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিষ্কার রাখা সহ থানায় পতিত অনাবাদি জমিতে নিয়মিতভাবে শাকসবজি চাষ করার নির্দেশনা প্রদান করেন। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন