প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

যে বইটি কয়েক মিলিয়ন কপি ছাপা হয়েছে

নিজস্ব প্রতিবেদন: শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে, “হিসনুল মুসলিম” কিতাবটি কয়েক মিলিয়ন ছাপা হয়েছে, যা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ ও প্রচার হয়েছে। যা মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামতও বটে। সংক্ষিপ্ত এ গ্রন্থটিতে পাঁচ ওয়াক্ত সালাত পরবর্তী এবং সকাল-সন্ধ্যার মাসনুন দুআ ও জিকিরসহ একজন মুমিনের ঘুম থেকে ওঠা শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন পালনীয় কিছু দুআ ও জিকির সন্নিবেশিত করা হয়েছে। সেইসাথে বইটিতে হাদিসে বর্ণিত বিশুদ্ধ দুআগুলো একসাথে আনা হয়েছে। যেসব দুআ আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত, এই বইয়ে সেগুলো বিশেষভাবে স্থান পেয়েছে। বইটি কলেবরে ছোট হাওয়ায় সর্বদা হাতের কাছে রাখা যায়। পাঠকের সুবিধার্থেই লেখক বইটি ছোট আকারে লিখেছেন। যাতে করে আল্লাহর বান্দাগণ সর্বদা তার জিকির করতে পারে। তাই এ বইটি হতে পারে আমার দৈনন্দিন জীবনে আল্লাহর স্মরণে সময় কাটানোর একমাত্র সঙ্গী।। বাজারে এ বইয়ের একাধিক অনুবাদের ছড়াছড়ি থাকলেও মাকতাবাতুস সাহাবা থেকে জুবায়ের ইবনে সাঈদ কর্তৃক অনূদিত বইটি অন্যগুলোর থেকে অনেক ভালো। বিশুদ্ধ দলিল, সাবলীল অনুবাদ এবং সৃজনশীলভাবে সাজানো এ বইটি যেকোনো পাঠককে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। তাই বইটি ক্রয় করার আগে অবশ্যই দেখে নিবেন। √বইয়ের নাম: হিসনুল মুসলিম √লেখক: শাইখ সাইদ ইবনু আলি ইবনি ওয়াহফ আল কাহতানি √অনুবাদক: জুবায়ের ইবনে সাঈদ ✓প্রকাশনায়: মাকতাবাতুস সাহাবা এ বইটি পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। 01733-232904 [শুধুমাত্র ম্যাসেজ করবেন]

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন