আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় নিরাপদ পানির উৎস হিসেবে পুকুরের অবস্থা ও উন্নয়ন শীষক পরামার্শ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে সেভ দ্যা চিলড্রেন ও উত্তরনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক আমিনা বিলকিস ময়না এ্যাড. মুনির উদ্দিন, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যাগন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলার নিম্ন এলাকায় এখন ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। জেলা পরিষদের যে কয়টি পুকুর আছে, সেখান থেকে আমরা বিশুদ্ধ পানি দেওয়ার ব্যাপারে, জেলা পরিষদ সব সময় এগিয়ে আসবে।