মোঃ ইউসুফ আলী, দিনাজপুর: বৃহস্পতিবার ( 21-মার্চ -20224) তারিখ ঝাড়বাড়ী-জয়গঞ্জ সেতু আন্দোলন কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী জয়গঞ্জ সেতু আন্দোলন কমিটি এই ইফতার পার্টির আয়োজন করেন। ইফতারের পুর্বে সেতু বাস্তবায়ন সংক্রান্ত বর্তমান কাজের অগ্রগতির অবস্থা, সেতু আন্দোলন কমিটির সদস্যদের মাননীয় মন্ত্রী এমপি মহোদয়ের সাথে সাক্ষাতসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগের বিষয়ে সকলের সাথে আলোচনা করেন। এবং আগামী দিনে এ সংক্রান্ত করণীয় বিষয়ে বিভিন্ন সিদ্বান্ত গৃহীত হয়। ইফতার মাহফিল শেষে সেতু আন্দোলন কমিটি বীরগঞ্জের কৃতি সন্তান শিল্প মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মোঃ আব্দুল ওয়াহেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সেতু বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য যে স্বাধীনতার পর হতেই ঝাড়বাড়ী -জয়গঞ্জ সেতু নির্মাণের দাবীটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবী হিসেবে স্বীকৃতি পায় । যে সেতুটি নির্মিত হলে দিনাজপুর,ঠাকুরগাওঁ,পঞ্চগড় নীলফামারী চারটি জেলার মানুষের যোগাযোগের এক যুগান্তকারী মেলবন্ধন তৈরী হবে। ঢাকা থেকে ঠাকুরগাওঁ পঞ্চগড়ের দূরত্ব কমে আসবে প্রায় 50 থেকে 60 কিঃমিঃ। কৃষি পণ্য রপ্তানীতে কৃষকদের খরচ কমে আসবে ব্যবসায়ীদের ঢাকা থেকে পন্য আমদানীতে খরচ কমে আসবে সেই সাথে শিক্ষা, কৃষি,ব্যবসা বানিজ্য শিল্প কলকারখানা ইত্যাদি ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়নের সম্ভাবনা রয়েছে যার ফলে বেকারত্ব কমে আসবে অবহেলিত এই অঞ্চলের মানুষের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ। তবে আশার বিষয় হলো এই সরকারের গত আমলে আমাদের (খানসামা –চিরির বন্দর ) আসনের সংসদ ও মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ঐকান্তিক প্রচেষ্টায় সেতুর নির্মানের প্রাথমিক অনেক ধাপ পার হয়েছে যার মধ্যে সেতু এলাকার মাটি পরীক্ষা, পরিবেশ, ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিদর্শন সম্পন্ন হয়েছে। এদিকে (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় সংসদ আলহাজ্ব জাকারিয়া জাকা এই সেতু নির্মাণের বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য সেতু কমিটির পক্ষ থেকে সংসদ ও মন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।