প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহী মোহনপুর কেশরহাটে ওপেন হাউজডে পালিতো হলো

 মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিবাদ্য সামনে রেখে মোহনপুরের কেশরহাটে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্তরে এ আয়োজন করেন মোহনপুর থানা পুলিশ। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডলের সভাপতিত্বে ও এসআই ইব্রাহিম খলিলুল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে এইচ এম এরশাদ, কেশরহাট পৌরসভার মেয়র ও মোহনপুর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহিদুজ্জামান শহিদ, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং, কেশরহাট কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এনামুল হক, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলামসহ স্থানীয় জনতা। এসময় মাদক, ভূমি সংক্রান্ত, ইফটিজিং, বহুবিবাহ, সড়ক দুর্ঘটনা, অনলাইন জুয়া প্রতিরোধে নিয়ে উন্মুক্ত আলোচনায় করেন তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন