প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাশকতার মামলায় কারারুদ্ধ নেতৃবৃন্দের জামিনে মুক্তি

 মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাভোগের ১০ দিন পর মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান মেম্বর, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান মুজিব ও মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির মুক্তি পেলেন। উল্লেখ্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে মেহেরপুর ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনের জন্য আবেদন করলে মার্চ ১০, ২০২৪ মেহেরপুর ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন