আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজানের অষ্টম দিনেও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা বৌ-বাজার ও ওয়াপদা মোড় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীসহ পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু প্রমুখ।