প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন কে দেখতে চায় তানোর উপজেলাবাসী

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া।তাই রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন কে দেখতে চায় তানোর উপজেলাবাসী।তিনি তানোর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদন্দীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।স্থানীয় রাজনীতির শীর্ষ মহল সবুজ সঙ্কেত দিয়ে আবদুল্লাহ আল মামুন কে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।আবদুল্লাহ আল মামুন প্রার্থী হবার খবরে একটি বিশেষ মহলের চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে আবদুল্লাহ আল মামুন ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।তিনি কামার গাঁ ইউপির দুই বারের সফল চেয়ারম্যান ও তানোর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।আবদুল্লাহ আল মামুন বলেন আমার মেধা,কর্ম প্রয়াস শ্রম ও অধ্যা-বশায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তানোর উপজেলা কে এক নতুন উজ্জ্বল অধ্যায়ে নিয়ে যাবো। এবং এলাকার উন্নয়ন,সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন।ফলে উপজেলা জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে।এবার তরুণ প্রজন্ম তাদের প্রতিনিধি হিসেবে জননেতা ও কর্মী বান্ধব তরুণ নেতৃত্ব আবদুল্লাহ আল মামুন কে বেছে নিয়েছেন।কারন ২টি পৌরসভা ও ৭টি ইউপির এবং বিভিন্ন এলাকার ভোটাররা বলেন এবার আমরা যেকোনো মুল্য আপনাকে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাবো।সাধারণ মানুষ আরো বলেন এবার তানোর উপজেলার সব জায়গায় শুনা যাচ্ছে আবদুল্লাহ আল মামুনের নাম।এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল বলে মনে করছেন সাধারণ জনগণ।ইতমধ্যে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে তিনি জনসাধারণের কাছে দোয়া ও ভোট চেয়ে বলেন, বিজয়ী হলে আমার যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।এই জন্য সকলের কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন।এদিকে তৃণমুলের নেতাকর্মী-সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের আকুন্ঠ সমর্থন আবদুল্লাহ আল মামুন কে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে।এবিষয়ে রানা বলেন,আমি নির্বাচিত হলে তানোর উপজেলাবাসী কে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে তানোরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।এলাকায় কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নিরসন,সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। তিনি আরো বলেন,সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন