প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে ৬৫০টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয়ের উদ্ধোধন

 রাজারহাট উপজেলা প্রতিনিধি :আশিকুর রাজারহাট। পবিত্র রমজান উপলক্ষে রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে ৬৫০টাকা কেজি দরে দেশি গরুর মাংস বিক্রির উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ব্র্যাক মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগম এর উদ্ধোধন করেন। জানা গেছে,এবারে রমজান মাস শুরুর দু’দিন আগ থেকে উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে কসাইরা অন্যান্য সময়ের চেয়ে বেশি মূল্যে ৭০০টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেন। এছাড়া ২৫০ গ্রামের নিচে মাংস বিক্রি বন্ধ করে দেন। এরপ্রেক্ষিতে রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ১১মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে “টাকা আমরা দিবো। রাজারহাটে পবিত্র মাহে রমজান মাসে বিনা লাভে গরুর মাংস সরবরাহের জন্য আগ্রহী ২জন কসাই প্রয়োজন। তাদের পারিশ্রমিক দেয়া হবে। যোগাযোগ করুন শিরোনামে একটি পোষ্ট করেন। পরে রাজারহাট ব্র্যাক মোড়ের মাংস বিক্রেতা আমিনুল ইসলাম রমজান মাসে সাশ্রয়ি মূল্যে গরুর মাংস বিক্রি করতে রাজী হন। সোমবার রাতে রাজারহাট প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম এবং রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক সর্বসম্মতিক্রমে প্রতি কেজি দেশী গরুর মাংস ৬৫০টাকা দরে এবং সর্বনিম্ন ১শ গ্রাম মাংস বিক্রির সিদ্ধান্ত হয়। পরে মঙ্গলবার উপজেলা নিবাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগম উপস্থিত থেকে ৬৫০ টাকা কেজিতে দেশি গরুর মাংস বিক্রির উদ্ধোধন করেন। এসময় বক্তব্য দেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম,সহকারি অধ্যাপক এরশাদুন্নবী নবিন প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন