প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরার কালিগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি লুৎফুর রহমান জুয়েল (৪৩)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জুয়েল কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও নাজিমগঞ্জ বাজারের রংধনু কসমেটিকসের স্বত্বাধিকারী।থানা সূত্রে জানা যায়, জুয়েল ৯ টি মামলায় বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত ও ৩ টি নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলে।  সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় মেহেরপুর জেলার গাংনী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা জানান, আটককৃত আসামিকে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন