আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টি ও পৌর শাখার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ ) বিকালে সাবেক সংসদ সদস্য এমএ জব্বার সাহেবের বাসভবনে জাতীয় পার্টি সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সন্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-(২) আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশরাফুজ্জামান আশু।যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মো: মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, সহ-সভাপতি শামশুর রহমান সোনা মাষ্টার, জাহাঙ্গীর কবির, কানাইলাল সাহা, বাবলু চৌধুরী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ভোমরা ইউপি চেয়ারম্যান মো: ইসরাইল গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো: আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক এমপি হাবিবুর রহমানের পুত্র জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মশিউর রহমান বাবুর নাম ঘোষণা করেন। এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ, পৌর জাতীয় পার্টির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, ১৪টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।