প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বারহাট্টায় সেমিনার ও প্রদর্শনী

নেত্রকোণা শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম প্রধান অতিথি থেকে সেমিনার ও প্রদর্শনী শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতি ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার সুজিত কুমার বণিক, সিনিয়র মৎস্য অফিসার তানবীর আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, বারহাট্টা থানার এস.আই সুমন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ প্রদর্শনীতে উপজেলা বিভিন্ন দপ্তরের ১২টি স্টল স্থান পায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন