প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডোমারে নববধূর ধর্ষণ মামলায় শ্বশুর কারাগারে

 মোঃ মনজিরুল ইসলাম নীলফামারীর জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ধর্ষণ মামলায় অনিল চন্দ্র রায় (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তার বিরুদ্ধে মামলাটি করেছেন তারই পুত্রবধূ মামলায় বলা হয়েছে- নিজের ছেলে বাড়িতে না থাকার সুযোগে মামলার বাদীর ওপর নিপীড়ন চালিয়েছে অভিযুক্ত। অনিল চন্দ্র রায় উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের বাসিন্দা। সোমবার (১৮ মার্চ) রাতে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়, এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র, রায়ের সঙ্গে, বিয়ে হয় ওই মহিলার। বিয়ের আগে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের। রনি চন্দ্র পেশায় স্যানেটারী মিস্ত্রী। ঘটনার দিন ৭ মার্চ তিনি বাড়িতে ছিলেন না। ওই সুযোগে রাতে অনিল চন্দ্র রায় কৌশলে তার ছেলের ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে তার ছেলের বৌ একাই ছিল সেখানে তার ওপর নিপীড়ন চালায় অভিযুক্ত। ডোমার থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, মামলার পর রাতে অভিযান চালিয়ে অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন